Notice
সুখবরঃ সুখবরঃ নিজের প্রফাইল নিজেই তৈরী করুন, নিজের জমার হিসাব নিজেই দেখতে পাবেনঃ Positive Bangladesh মাসিক জমা নিয়মিত পরিশোধ করুনঃ এডমিন, পজেটিভ বাংলাদেশ See All Notice

সদস্য পদ গ্রহনের শর্ত

১ম শর্তঃ মানব সেবায় ব্যয় করার জন্য প্রতি মাসে বিনা লাভে/শর্তে ন্যুনতম ৫০ টাকা প্রদান করতে হবে যা অফেরতযোগ্য কিন্তু হিসাব যোগ্য। প্রতি মাসের ২৫ তারিখের মধ্যে নির্ধারিত বিকাশ/রকেট/নগদ নম্বরে বা সংগঠনের ব্যাংক হিসাবে প্রদান করতে হবে। তবে সারা বছরের সমুদয় টাকা কেউ চাইলে নিজের সুবিধার্তে একবারে প্রদান করতে পারবেন।

২য় শর্তঃ POSITIVE BANGLADESH এমন একটি প্রতিষ্ঠান যার প্রতিটি সদস্য এক একটি স্বশিক্ষিত মানুষ, মনের দিক থেকে তারা অসাধারন, আপনার কাছ থেকে এমন কিছুই আশা করবনা যা অন্য কারো জন্য হানিকর। নিজের বংশ মর্যাদা বজায় রেখে সবার সাথে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে, অন্যথায় পরিচালনা পর্ষদের নিকট কোন অসঙ্গতি পরিলক্ষিত হলে বিনা নোটিশে আপনার সদস্যপদ বাতিল করা হবে।

৩য় শর্তঃ স্বেচ্ছায় যোগদান করা সকল সদস্যই স্বেচ্ছায় সদস্য পদ ত্যাগ করতে পারবেন তবে পূর্বে জমা দেয়া অনুদান ফেরত চাওয়া যাবেনা।তবে সদস্য পদ স্বেচ্ছায় ত্যাগ করার পূর্বে পরিচালনা পর্ষদ কে অবশ্যই অবহিত করে যেতে হবে।

৪র্থ শর্তঃ নিজ জেলা বা নিজ অঞ্চলে সংগঠনের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব (প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে) পালনে স্বেচ্ছাশ্রম দেয়ার মন মানসিকতা থাকতে হবে। প্রয়োজনে নিজ উদ্যোগে প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে।

৫ম শর্তঃ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সং গঠনের অর্থ ব্যয় করা যাবেনা। ব্যক্তিগত সমস্যা যেমন রাজনৈতিক / রাষ্ট্র বিরোধী কোন কার্যক্রম কে কোন ভাবেই সংগঠনকে সম্পৃক্ত করা যাবেনা।

৬ষ্ঠ শর্তঃ দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হয়ে সংগঠনের সকল উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব, নিজেকে সৎ রাখার চেষ্টা করব, সৎ পথে চলার চেষ্টা করব, মানবিক মূল্যবোধের সমাজ গঠনে ভূমিকা পালনে সচেষ্ট থাকব।নিজে ভালো থাকব, অন্যকে ভালো রাখার চেষ্টা করব।নতুন সদস্য সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন করব।

*আমি উপরোক্ত সকল শর্ত সুস্থ মস্তিস্কে পড়ে আমি আমার সকল তথ্য প্রদান করে সদস্য পদ লাভের জন্য আবেদন করছি।

The Best time to help people is now

Become a Member