Zakirul Islam
Dhaka
মাতৃভূমি বাংলাদেশের উন্নয়ন ও জনসেবায়/মানবসেবায় আত্মনিয়োগের উদ্দেশ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় দুর্ঘটনা কবলিত, বিপদ্গ্রস্থ, অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হতে বসা ছাত্রছাত্রীর বার্ষিক বেতন/ফর্ম পূরণ, অতি বৃদ্ধ সন্তানহীন/সন্তাননিগৃহীত পিতা মাতা সহ উপরোক্ত সকল মানুষের পাশে বিনা স্বার্থে দাঁড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত সদস্যদের সহযোগিতায় সার্বিক কল্যাণ কর কাজ করার লক্ষ্যকে সামনে রেখে ২০১৮ সালের ১৮ এপ্রিল তারিখে একদল আদর্শ দেশ প্রেমিক তরুণের উদ্দ্যোগে পজিটিভ বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই পজেটিভে বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সমাজ সেবা কার্যক্রম পরিচালিত করছে।গরিব ছাত্রদের বই কিনে দেয়া, ইয়াতিম ছাত্রদের খাবার দেয়া, অসুস্থ বৃদ্ধ সন্তানহীন পিতামাতার ওষুধ কিনে দেয়া, ঘরহীন বৃদ্ধ পিতা/মাতা কে স্বপ্নের বাড়ী করে দেয়া, বিপদ্গ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ মাদ্রাসায় প্রয়োজনীয় উপকরন কিনে দেয়া, ইয়াতিম বা হতদরিদ্র ছাত্রদের মাসিক বেতন পরিশোধ করার মত অনেক সমাজ সেবা মূলক কাজ করছে।আমাদের সংগঠনের কার্যক্রম সমগ্র দেশব্যাপী এবং শুধুমাত্র প্রকৃত বাংলাদেশীগণ এই সংগঠনের সদস্য পদ লাভ করতে পারবেন। আমাদের নির্ধারিত শপথ বাক্য পাঠ এর মাধ্যমে সদস্য সজ্ঞানে স্বেচ্ছায় সদস্যপদ লাভ করতে পারবেন। যেহেতু এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাই সর্বদা আন্তরিকতার সহিত কাজ করার মন-মানসিকতা ও প্রবল দেশপ্রেম থাকতে হবে। মানুষ আজীবন তার কর্মের মাধ্যমেই বাঁচে, তাই দেশের যেখানেই থাকুন না কেন আপনার মাতৃভূমির উন্নয়নে ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে, স্বপ্নের সোনার বাংলা গড়তে আজই পজিটিভ বাংলাদেশ এর সদস্যপদ গ্রহন করুন।